নতুন কবিতার বইটি পড়তে নিচে বইয়ের নামে ক্লিক করুন-
থমথমে আকাশ
কোথাও নেই একটু বাতাস
এরই মাঝে হঠাৎ বৃষ্টির ধারা
এইতো বিধাতার খেলা।
বিধাতা, কেন খেল এমন খেলা
কেন হঠাৎ ঝড় তোলো জীবনে
কেন আবার ভাসাও আনন্দে
কেন এমন করো জীবন নিয়ে।
হে বিধাতা, কেন সব সময় সমান রাখো না
কেন আনন্দের মাঝে বেদনা দাও
কেন সুখের মাঝে দুঃখ দাও
কেন হাসি খুশির মাঝে রাখনা সমান।
আকাশের মেঘ কেটে যাক
বৃষ্টির ধারা থেমে যাক
বহে যাক আনন্দের সুবাতাস
জীবন সাধারণ হয়ে যাক।
------------------
বিধাতার খেলা -- মোঃ হেলাল উদ্দিন
13/06/2017
শেষ হয় জানি
গল্প কিংবা কবিতার।
শেষ হয় জানি
এই জীবনের ছবিটার।
সবকিছু শেষ হয়
ফুরায়ে গেলে সব আয়োজন।
থাকে শুধু স্মৃতি
জীবন পথের বাঁকে জমা যতো।
কীর্তিমানের মৃত্যু নেই
কথায় বলে লোক মুখে জনে জনে।
আসলেই তাই
গড়তে হয় এমন অন্তহীন জীবন।
অন্তহীন জীবন
তুমি আসবে বলে আমার মনের বাগানে
বসেছে হাজার রঙের ফুলের মেলা।
তুমি আসবে বলে আমার হৃদয়ে
বয়ে চলছে সমুদ্রের উত্তল ঢেউ।
তুমি আসবে বলে আমার দু'চোখ
অপেক্ষার প্রহর গুনছে বসে।
তুমি আসবে বলে রাতের আকাশে
উঠেছে জোসনাময় পূর্ণিমার চাঁদ।
তুমি আসবে বলে ফুলের বাগানে
ফুটেছে হাজার চামেলি, বেলি, গোলাপ।
তুমি আসবে বলে বসে আছি আমি
ভালোবেসে তোমায় নিতে বুকের মাঝার।
তুমি আসবে বলে
আমি বলছি না আমাকে ভালোবাসতেই হবে
আমার সাথে প্রেমের গল্প করতে হবে
আমি বলছি না আমাকে বিয়ে করতে হবে
আমার পাশাপাশি সারা জীবন থাকতে হবে
আমি বলছি না আমার জন্য অপেক্ষা করতে হবে।।
আমি শুধু জানতে চাই কেউ আমায় ভালোবাসতে পারে
আমার জন্য কারো হৃদয়ে একটুখানি প্রেম আছে
যার প্রেমে আমি হাবুডুবু খেতে পারি অনায়াসে
আমি শুধু বুঝতে চাই কেউ আমার প্রেমে পরতে পারে
আমার জন্য কারো চোখে একটু মায়া জমা আছে।।
আমি বলছি না আমাকেই তার জীবনসঙ্গী করতে হবে
আমার সাথে তার সারাটা জীবন কাটাতে হবে
আমি বলছি না তাকে আমার চোখে চোখে রাখতে হবে
আমার সাথে তার মিষ্টি মধুর সময় কাটাতে হবে
আমি বলছি না তার সময়টাকে থামিয়ে রাখতে হবে।।
আমি শুধু দেখতে চাই আমার ভালোবাসা কেউ বুঝেছে
আমার জন্য তার ভাবনায় একটু জায়গা আছে
যেই জায়গাতে আমার অবাধ বিচরণ হবে
আমি শুধু জানতে চাই আমায় ভাবার মানুষ আছে
একবার দেখগো আসিয়া
তুমি ছাড়া একা একা কেমন আছে প্রিয়া
একা একা বেঁচে থাকা কি যে যাতনা
কোন দিনও তুমি তাহা বুঝতে পারবে না
কেমন করে পারলে তুমি ভুলে থাকতে আমায়
আমি আজও পারিনি তো ভুলতে তোমায়
কেমন করে ভাঙ্গলে তুমি আমার হৃদয়
আমি আজও বসে থাকি তোমারই আশায়
তুমি ছাড়া কাটেনাগো একদিনও আমার
ফিরে এসো ওগো প্রিয় হৃদয়ে আমার।।
একবার আসো
এমনি এক মেঠো পথ পাড়ি দিয়ে
আমি হেঁটে চলেছি তোমার পানে
শুধু তোমাকে একবার দেখবো বলে।
আমি হেঁটে চলছি শুধুই হেঁটে চলছি
তবু পথের শেষ হচ্ছে না
তবুও তোমার দেখা মিলছে না।
তুমি কোথায় কতো দূরে
এই পথের শেষ হবে
তবু কি তোমার দেখা মিলবে না।
তোমায় নিয়ে হাতে হাত ধরে
এই মেঠো পথ বেয়ে
স্বপ্নের সীমানায় কি যাওয়া হবে না।
এই মেঠো পথ সবুজ শ্যামল গাছ
যেমনি আছে আমার পাশে
তেমনি করে তুমি কি হবে না
আমার পথিক জীবনের পথে।
মাঝরাত
বাইরে অঝোর ধারায় বৃষ্টি
সবাই ঘুমের ঘোরে স্বপ্ন বুনছে।
আর আমি?
আমি জেগে আছি একা
কোথাও কেউ নেই, কিছু নেই
আছে শুধু টিনের চালে বৃষ্টির শব্দ
আর সাথে আমার ঘুমহীন দু'চোখ ভরা স্বপ্ন।
এমন বৃষ্টির রাতে যদি তুমি পাশে থাকতে!
আমি বেলকুনিতে বসে, হাত রেখে তোমার হাতে
বৃষ্টির ছোঁয়ার সাথে
তোমার ভালোবাসার সুখ নিতাম।
হ্যাঁ, ভালোবাসার সুখ!!
যে সুখের দেখা আজো পাইনি।
মাঝে মাঝেই ভাবি কেন এমন হয়
কেন ভালোবাসা আমার কাছে ধরা দেয় না
কেন দু'চোখের স্বপ্ন আমার দু'চোখেই থেকে যায়?
না-কি আমিই ভালোবাসতে জানি না
ভালোবাসা বুঝি না।
না কোন কিছুরই উত্তর মিলেনি, আজো মিলছে না।
তবুও বৃষ্টি পরছে, টিনের চালে ঝুমঝুম শব্দ হচ্ছে
আর আমার স্বপ্নরা, আমার ভাবনাগুলো
ভালোবাসা
সেতো উত্তপ্ত রোদে শরীর থেকে
বেরিয়া আসা একবিন্দু জল।
ভালোবাসা
সেতো এক পশলা বৃষ্টির পরে
ভিজে যাওয়া সবুজ পাতা।
ভালোবাসা
সেতো রোদ-বৃষ্টি কিংবা শীত
সব সময় একই উষ্ণতা।
ভালোবাসা
সেতো হৃদয়ে হৃদয় জড়িয়ে থাকা
যেন একটি গাছে দু'টি পাতা।
ভালোবাসা
সেতো মধ্যরাতে বৃষ্টির জলে
ভিজে লুটোপুটি হওয়া।
ভালোবাসা
সেতো হৃদয় দিয়ে হৃদয় পাওয়া
একই সাথে বেঁচে থাকা।
--------------------
২০/০২/২০১৮
তোমার জন্য হবো আমি কবি
তোমায় নিয়ে আঁকবো জলছবি
তোমার চোখের মায়ায় হারাই সবই।
তোমার নয়নে তাকিয়ে ভাবি
কি করে করবো তোমায় রানী
তুমি যে বিধাতার অপার সৃষ্টি।
যতো দেখি তোমায় মনের আয়নায়
প্রেমে পরে যাই তোমার গোপন ইশারায়
তুমি কি ভালোবাসেবে নিবে হৃদয়ের আঙ্গিনায়।
হৃদয়ের আঁকুতি
২১/০৪/২০২২
তোমায় একবার দেখবো বলে
আমি ছুটে আসি তোমার পানে,
তুমিও তোমার গভীর প্রেমে
সিক্ত করে দাও মোরে।
তাইতো তোমায় আরো ভালোবাসি
প্রতিদিন প্রতিক্ষণে আপন করে,
এমনি করে রেখো তুমি
থেকো তুমি আমার পাশে।।
শীতের এই কুয়াশাচ্ছন্ন সকালে
ঘুম থেকে জেগে দেখি
তুমি আমার পাশে নেই।
তবে কি তুমি রাতে ছিলে না সাথে
শুধু স্বপ্নেই এসেছিলে আমার কাছে।
মাঝ রাতে তোমার পাশে বসে
কুয়াশা ভেদ করা চাঁদের আলো দেখেছি
তোমার হাতে হাত রেখে
হেঁটে বেড়িয়েছি বহুদূর পথ
তাও কি স্বপ্ন ছিল, সত্যি না।
তুমি যে আমায় ভয় দেখালে
ঐ ভূত ভূত বলে
আমি তোমায় জড়িয়ে ধরে
হোঁ হোঁ করে হেসে বললাম
তুমি পাশে থাকলে আমি কি ডরাই
মানব দানব বা অন্য কিছুকে,
এমন করেই তো কাটলো অনেক রাত
তবে কি তা ঘুমের ঘোরে স্বপ্নের মাঝে।
সত্যিই কি তুমি আসবে না
আমার এই একাকী জীবনে,
আমি কি একা একাই থেকে যাব
শুধু স্বপ্নকে সঙ্গী করে।
স্বপ্ন সঙ্গী
০১/০২/২০১৬
ভাবনায় আজ বসন্ত নয়, বসন্ত আজ বাস্তবতায়।
ফাগুনের ছোয়া আজ মনে লাগে, প্রকৃতিতে নয়।
কবির কথাই আজ স্মরি বারে ফুল ফুটুক আরা
নাই ফুটুক বসন্ত এসেছে দ্বারে, হৃদয় দোলাতে।
ফাগুনের আগুন লাগা ভালোবাসার দ্বি-প্রহরে
ভরাতে হৃদয় এসেছে ভ্যালেন্টাইন ডে, ভূবনে।
শিশিরের ন্যায় হতে সিক্ত হৃদয়, ভালোবাসায়
দু'টি ডগা যেন মিলে যায় একটি শিশির কণায়।
এই জগত সংসারের ভবলীলায় বোঝা বড় দায়,
সত্যিকারের ভালোবাসা কারে কয়, কোন নমুনায়।
ফাগুনের আগুনে পুড়ে দু'টি হৃদয়, বসন্তের বাতাসে
নিভে অন্তর খাটি হয় এরই নাম ভালোবাসা হয়।
ভালোবাসায় সিক্ত হোক প্রতিটি হৃদয়,
মানবের তরে হোক ভালোবাসার জয়।
বসন্তে ভালোবাসা
১৪/০২/২০১৮
কি স্বচ্ছ এই দীঘির জল
মানুষের মনটাও যদি এমন হতো
যে মনের দিকে তাকালে
তার ভেতর বাহির সব দেখা যেত।
কত স্বচ্ছ, কত নির্মল এই জল
এ জলের আয়নায় ভেসে উঠে
নিজের প্রতিচ্ছবি, অন্যের প্রতিচ্ছবি
শুধু ভেসে উঠেনা কারো মনের প্রতিচ্ছবি।