Tuesday, June 13, 2023

নির্ঘুম রাত -- মোঃ হেলাল উদ্দিন

নির্ঘুম রাত
একা একা জেগে
কি যে এক যন্ত্রণা
কেউ বুঝে না।।

বুঝবে কি করে
কেউ তো আর কারো
মনের খবর রাখে না।।

একা একা
মন পেতে চায় তার দেখা
যে ঘুম পরাবে ঘুম ভাঙ্গাবে
দিবে ভালোবাসা।।

নির্ঘুম রাত
একা বসে ভাবনা
কেন যে ভালো লাগেনা
কেন তুমি আসোনা
ভালো আমায় বাসো না।।

আর যে আমি পারিনা
তুমিহীনা জেগে থাকা
নির্ঘুম রাত
একা একা।।
 
 
নির্ঘুম রাত 

1 comment: