Thursday, December 7, 2023

অনামিকা -- মোঃ হেলাল উদ্দিন

 

অনামিকা
কি নাম দিব তোমার
অণিমা, তনিমা কিংবা
থাকুক না অনামিকা
নাম দিয়ে কি-বা হবে
তুমি যে তোমার তুলনা।।


অনামিকা
তুমি জানোনা
তোমায় দেখার পর
আমার মনের মাঝে সৃষ্টি হলো
অজানা এক ভালো লাগা
যে ভালো লাগার নেই কোন সীমানা।।


অনামিকা
তোমার ডাগর চোখের চাহনি দেখে
মনে হয় তুমিই জীবনানন্দের বনলতা
তোমার চোখে কাজল নেই জানি
তবুও দেখে মনে হয় বিধাতা নিজ হাতে
কাজল দিয়ে সাজিয়েছে দু'চোখ তোমার।।


অনামিকা
তোমার বাঁশির মতো নাক
নাকের ডগায় এক বিন্দু ঘাম
তোমায় করেছে অনন্যা
তাইতো তুমি হলে
অন্য সবার থেকে সম্পূর্ণ আলাদা।।


অনামিকা
তোমার গোলাপ ফোটা দু'টি ঠোট
ঠোটের কোণে এক চিলতে মিষ্টি হাসি
দেখে বার বার ইচ্ছে করে
তোমার প্রেমে নিজেকে করি বিলীন
হয়ে থাকি সারা জীবন তোমার প্রেম ভিখারী।।


অনামিকা
তোমার মেঘ কালো কেশের
মৃদু বাতাসে হালকা উড়োউড়ি
শ্রাবস্তীর কারুকাজকেও হার মানায়
মনে হয় বাধা পড়ে থাকি জীবনের তরে
চুলের বেনীর বাধনে তোমায় ভালোবেসে।।


অনামিকা
তোমার উপমার কোন শেষ হবে না
তোমার লতার মতো দেহখানা
সুউচ্চ বক্ষ ঢেউ খেলানো বাহু
হাটার তালে তালে তৈরি হওয়া ছন্দ
দেখে মনের মাঝে সৃষ্টি হয় দ্বন্দ্ব।।


অনামিকা
কে তুমি? কি তোমার নাম
এসব না হয় নাইবা জানলাম
শুধু জেনে নিলাম
তুমি বিধাতার সৃষ্টি অম্লান
তুমি আমার ভালোবাসার নাম।।


অনামিকা
হয়তো তোমার সাথে আবার দেখা হবে
নয়তো আর কখনো হবে না দেখা
তাই বলে ভেবোনা তুমি থাকবে অদেখা
তুমি আছো, তুমি থাকবে
আমার চোখের মাঝে হৃদয়ের ভাঁজে।।


অনামিকা
তুমি থাকবে, আমার ভালোবাসা হয়ে
আমার জীবনের তরে, আমায় ভালোবেসে।।

 অনামিকা -- মোঃ হেলাল উদ্দিন
 

No comments:

Post a Comment