ওগো মায়াবী কন্যা
তোমার চোখে প্রেমের বন্যা
তোমার চোখের পানে চেয়ে
প্রেমের বানে যাচ্ছি আমি ভেসে।।
তোমার অপলক ডাগর চাহনি
হৃদয় কেড়েছে আমার যখন দেখেছি
তোমার চাহনির মায়ায় আমি পড়েছি
চোখ দেখেই তোমায় আমি ভালোবেসেছি।
ওগো মায়াবী কন্যা
তুমি ছাড়া আমি দিশাহারা
বলো তোমার মনের ঠিকানা
তোমার সাথে আমি করবো দেখা।
তোমায় পাবার জন্য আমি
দ্বীপান্তরে যেতে আছি রাজি
তুমি যদি বলো একবার ভালোবাসি
তোমার জন্য ধরতে রাজি জীবনবাজি।
ওগো মায়াবী কন্যা
অমন করে আর তাকিয়েও না
তুমি ছাড়া জীবন আমার বৃথা
একবার তুমি আমায় দেও দেখা।
মায়াবী কন্যা
No comments:
Post a Comment