Sunday, December 3, 2023

বুদ্ধদেব গুহ এর 'একটু উঞ্চতার জন্য' -- (পর্যালোচনা -- মোঃ হেলাল উদ্দিন)

বুদ্ধদেব গুহ এর উপন্যাস 'একটু উঞ্চতার জন্য' প্রথম পড়েছিলাম মাধ্যমিক পরীক্ষার শেষে। তখন দুই একটা উপন্যাস পড়লেও লেখার মূল বিষয়গুলো ভালো করে বুঝবার বা বিশ্লেষণের ক্ষমতা নিজের মধ্যে তৈরি হয়নি। সেই সময়ে এই উপন্যাসের মধ্যে প্রকৃতির প্রেমটাই বড় করে দেখা গিয়েছিলো, কিন্তু উপন্যাটি যতোটা না প্রকৃতি প্রেমের তারচেয়ে বেশি মানুষের বিশেষ করে নর-নারীর পারস্পারিক সম্পর্ক বিশ্লেষণের।

উপন্যাসের প্রথম প্রধান চরিত্র সুকুমার বোস, একজন নামকরা উকিল, সাথে সাথে তিনি লেখকও । দ্বিতীয় প্রধান চরিত্র রমা, যাকে ভালোবেসে বিয়ে করেছিলেন সুকুমার। তৃতীয় প্রধান যে চরিত্র ছুটি, তিনি স্বাধীনচেতা এক নারী এবং লেখক সুকুমারের একনিষ্ঠ পাঠক। সুকুমার বোস তার পেশা ও লেখার ব্যস্ততার মাঝেও স্ত্রী, পুত্রের দায়িত্ব পালনে সচেতন থাকলেও সময়ে সাথে সাথে তাদের স্বামী-স্ত্রীর পারস্পারিক সম্পর্কের মধ্যে টানাপোড়ন শুরু হয়ে যায়। রমা স্বামীর সফলতা চাইলেও সে চাইতো তাকে বেশি সময় দেক, পার্কে ঘুরতে যাক, তাকে নিয়ে সিনেমা দেখুক। কিন্তু সুকুমার তার কাজের ব্যস্ততায় দু'জন দু'জনের থেকে দূরে চলে যায়। দুইজনের সম্পর্কে নেমে আসে শীতলতা। যতোদিনে ভুল বুঝতে পারেন ততোদিনে রমাও নিজেকে বদলে ফেলেন, যেখান থেকে ফিরে আসা ছিলো অসম্ভব।
 
এরই মাঝে হাজির হয় ছুটি, যে তার অফিস ছুটির দিনগুলোতে দূর রাচী থেকে দেখা করতে আসতো প্রিয় লেখক সুকুমার বোসের সাথে। সম্পর্কের শীতলতম সময়ে একটু উঞ্চতার ছোয়ায় তারা জড়িয়ে পড়ে নতুন একটা সম্পর্কে। যদিও সুকুমারের স্ত্রী, পুত্র ও পরিবারের প্রতি দায়িত্বশীলতায় মাঝে মাঝেই দেখা করার সুযোগ হতো না, কিন্তু সম্পর্কে এড়িয়ে যেতে পারেনি। এদিকে রমা বোস আবার নতুন করে টান অনুভব করে স্বামীর প্রতি, ফিরে আসে সুকুমারের কাছে। কিন্তু সুকুমার, যে চেয়েছিলো সফলতা, ইচ্ছে ছিলো সুখী হবার, সে কি পারবে তা।
 
উপন্যাসের পার্শ্ব চরিত্রগুলোও গুরুত্বপূর্ণ। একটি চরিত্রে আছেন এক নিঃসঙ্গ মানুষ মিঃ বোয়েলস, শৈলেন-নয়নতারা, লাবু, নুড়ানি, মিসেস কার্নি এবং প্যাট । প্রতিটি চরিত্রই আলাদা আলাদা। লাবুর জন্য অনেক মায়ার জন্ম হবে মনে, সাথে শৈলেনের জন্য মন খারাপ করবেন। প্যাটের মধ্যে আছে এক সংগ্রামী মনোভাব। এই চরিত্রগুলি উপন্যাসটিকে করেছে আরো পরিপূর্ণ।
 
মোটকথা, উপন্যাসের মধ্যে লেখকের প্রকৃতি প্রেমের এবং প্রাকৃতিক সৌন্দর্যের মনোমুগ্ধকর বর্ণনার সাথে সাথে নর-নারীর সম্পর্কের এক অসাধারণ বিশ্লেষণ তুলে ধরেছে। এই দুই মিলে উপন্যাসটি হয়ে উঠেছে অতুলনীয়।
 

 একটু উঞ্চতার জন্য -- বুদ্ধদেব গুহ 
(পর্যালোচনা -- মোঃ হেলাল উদ্দিন)

1 comment: