Showing posts with label আমি কবি হতে চাই. Show all posts
Showing posts with label আমি কবি হতে চাই. Show all posts

Monday, January 13, 2025

উত্তরের অপেক্ষায় -- মোঃ হেলাল উদ্দিন

গুণ'দা, তোমার কথা খুব মনে পড়ছে
মনে পড়ছে তোমার কবিতার সেই কথা
বাইরে থেকে দরোজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত ।
গুণ'দা, সত্যি আজ আমি অনেক ক্লান্ত অনেক শ্রান্ত
আজো আমারই বাইরে থেকে দরোজা খুলতে হয়
এঁটে বাসন না হয় আমিই ধুলাম সমস্যা নেই
কাপড় চোপড়ও নিজেই ধুতে পারি কষ্ট নেই
কিন্তু কষ্ট লাগে অপেক্ষা করতে
সত্যিই অনেক কষ্ট হয় তোমার অপেক্ষায় থাকতে
সারা দিনের পরিশ্রম শেষে বাসায় ফিরে
নিজ হাতে দরোজাটা খুলতে অনেক কষ্ট হয়
মনটা অনেক খারাপ হয়ে যায়
একা একা শুয়ে থাকতে আর খেতে বসতে।।
গুণ'দা, কাম-বাসনার সঙ্গী না হয় পেলাম
কিন্তু একাকীত্ব কি দূর হলো
দরোজা খুলতেই কি একটা হাসি মাখা মুখ পাব না
যে দরদ দিয়ে বলবে আজ অনেক গরম পরেছে
বা আজ কি কাজের খুব বেশি চাপ ছিল
এমন কথা কি কখনো শুনতে পাব না।।
গুণ'দা, আমি আর পারছি না
এভাবে আর চলতে পারে না।। 

উত্তরের অপেক্ষায় 

-- মোঃ হেলাল উদ্দিন



অপ্রাপ্তি -- মোঃ হেলাল উদ্দিন

অপ্রাপ্তি
ছোট একটা কথা
কিন্তু কত শত কষ্ট লুকানো
এই ছোট শব্দের মাঝে
হয়ত আমাদের তা অজানা।
কোন অপ্রাপ্তির মাঝে কতটা কষ্ট
কতটা না পাওয়ার বেদনা
হয়তো আমরা দেখিনা,
আমরা শুধুই দেখি একটা অপূর্ণতা।
কিন্তু না, সব সময় একটা অপ্রাপ্তি
শুধুই অপ্রাপ্তি না।
এটা হতে পারে সারা জীবনের কান্না
সারা জীবনের বেদনা।
--------------------------
আচ্ছা, সব অপ্রাপ্তি কি ভাগ্যের লেখা
না কি কোন কোন অপ্রাপ্তি
আমাদের নিজেরই সৃষ্টি
না কি অন্য কারো তৈরি করা।
জানি না, বুঝতেও পারছিনা,
না কি সবই জানি, বুঝি কিন্তু
কিছুই করতে পারি না।
কিছুই করার থাকে না।
অপ্রাপ্তি, অপূর্ণতা
থাক না হয় আর এ কথা।
 

 অপ্রাপ্তি -- মোঃ হেলাল উদ্দিন

রক্তক্ষরণ -- মোঃ হেলাল উদ্দিন

শরীরের রক্তক্ষরণ সবাই দেখিতে পায়
কিন্তু হৃদয়ের রক্তক্ষরণের খবর কে নেয় হায়
এইতো জগতের নিয়ম
যাহা দেখা যায়, যাহা পাওয়া যায়
তাহার খবর সবাই নিতে চায়
কিন্তু যাহা দেখা যায় না, যাহা নেয়া যায় না
তাহার খবর কেউ নিতে চায় না।।
আমার সবাই আনন্দ চাই, হাসি চাই
আনন্দের কাছাকাছি থাকতে চাই
কিন্তু ক'জনে তা পারে হায়
সবার মুখের হাসিতো আর এক নয়
কেউ হাসির আড়ালে হাজারো দুঃখ লুকায়
সুখে থাকার, আনন্দের অভিনয় করে যায়
কেউ কেউ সুখেই হেসে লুটিপুটি খায়
আমরা কি কখনো তার আসল জানতে চাই
চাই না, জানতে চাই না, দেখতে চাই না
কখনো একটু বুঝতেও চাই না
কাহার ভিতরে কি লুকানো আছে
কেন কেউ চুপটি মেরে থাকে সবার থেকে
কেন কেউ বিনা কারনেও হাসে
কেন কেউ হাসির মাঝে দুঃখ লুকিয়ে রাখে।।
বাহিরের জগত সবাই দেখে, খবর রাখে
হৃদয়ের জগত কেউ দেখে না, দেখতে চায় না
এই জগতের নিয়ম হায়,
সুখের খবর সবাই রাখে, দুঃখের খবর নয়।।

 

  রক্তক্ষরণ 

-- মোঃ হেলাল উদ্দিন

Friday, August 16, 2024

মুক্তি -- মোঃ হেলাল উদ্দিন

রাজপথে আজকাল বিপ্লবী দেখা যায় না।
প্রেমিক-প্রেমিকারও অকাল মনে হয়।
কোথাও কোন বিপ্লব নেই, 
নেই লাল বর্ণের উত্তাপ।
ভালোবাসা এখন বন্দি ছয় ইঞ্চির ফ্রেমে।
বড়ই আকাল চলছে হৃদয়ের গহীনে।
হে ঈশ্বর তুমি মুক্তি দেও সকলের।
 
 
 29/03/2022

Saturday, January 6, 2024

রহস্যময় জীবন -- মোঃ হেলাল উদ্দিন

রহস্যে ঘেরা এই আমাদের পৃথিবী

রহস্যময় আমাদের জীবন।

এই পৃথিবীর বুকে চলছে অবিরত

মানব জীবনের বসবাস।

কেউ কারো নয় একবার

প্রয়োজনে কাছে আসে

হারায় প্রয়োজন ফুরালে আবার।

তবু জীবন থেমে নেই

নেই কারো জন্য অপেক্ষার

এই তো বিধি বিধাতার।

 

রহস্যময় জীবন 

-- মোঃ হেলাল উদ্দিন

Monday, September 4, 2023

তোমার ভাবনায় -- মোঃ হেলাল উদ্দিন

দূর দিগন্তের পানে তাকিয়ে
ভাবছি শুধু তোমার কথা।
রৌদ্র ঝলমলে ঐ আকাশের পানে
যখন চোখ পড়ল,
তোমার মায়াভরা মুখখানি চোখের সামনে
ভেসে উঠলো।
নদীর জলে রোদের খেলা
ঠিক যেন তোমার মুখরতা,
স্বচ্ছ জলের বুকে সূর্যের ছায়া
এ যেন তোমার আনন্দভরা চোখের ভাষা।
তোমার এ চোখের ভাষা পড়তে চাই
সারা জীবন, পড়ছি যেমন এখন।
তোমার পাশে থাকতে চাই
এমনি ঝলমলে রোদের আলোর মতন
হাসি খুশি তুমি আমি
আমাদের সারাটা জীবন।
*---------------------------*
 
তোমার ভাবনায়
০৮/০২/২০১৭

স্বপ্ন -- মোঃ হেলাল উদ্দিন

 একটা স্বপ্ন বাঁচাতে পারে
একটা স্বপ্ন মারতে পারে
একটা স্বপ্ন সুখী করে
একটা স্বপ্ন দুঃখ দেয়
একটা স্বপ্ন কাছে ডাকে
একটা স্বপ্ন দূর করে
একটা স্বপ্ন হাসায়
একটা স্বপ্ন কাঁদায়
একটা স্বপ্ন একটা জীবন
একটা স্বপ্ন একটা মরণ
একটা স্বপ্ন শুধুই স্বপ্ন 

 

 স্বপ্ন -- মোঃ হেলাল উদ্দিন

Tuesday, July 18, 2023

বৃষ্টি বিলাস -- মোঃ হেলাল উদ্দিন

 

আজ এই বৃষ্টি মুখর দিনে
মন চায় ভিজতে তোমায় নিয়ে
তুমি কেন থাকো এতো দূরে দূরে
চলে এসো তুমি চলে এসো আমার কাছে।

বৃষ্টির ধারায় মন যে আমার হারায়
ইচ্ছে করে হেটে বেড়াই নিয়ে তোমায়
ওগো মেঘ বালিকা তুমি আজ কোথায়
চলে এসো তুমি চলে এসো আজ হেথায়।


তুমি চলে এসো
আমি আজ ভিজবো
বৃষ্টির সাথে নিয়ে তোমায়।

এমন বৃষ্টির দিনে
তুমি আছো কোথায়।

বৃষ্টি যে এসে চলে যায়।


 বৃষ্টি বিলাস 

-- মোঃ হেলাল উদ্দিন

Tuesday, July 11, 2023

শ্রাবণ দিনে -- মোঃ হেলাল উদ্দিন

মেঘ মাতাল এই শ্রাবণ দিনে
বৃষ্টির রিমঝিম অঝোর ধারাতে
পৃথিবীর বুকে মেনে আসে
এক অন্য রকম ভালো লাগা
যে ভালো লাগার মাঝে থাকে
হারিয়ে যাবার ইচ্ছা
থাকে খুঁজে পাবার ইচ্ছা

সকালের বৃষ্টিস্নাত ঘুম ভাঙ্গা চোখে
ইচ্ছে করে তোমার হাতের
এক কাপ গরম চায়ে চুমুক দিতে

দুপুরবেলা বাঁধভাঙ্গা বৃষ্টির ধারায়
ইচ্ছে করে কাক ভেজা হয়ে
স্নান করে নেই বৃষ্টির জলে
তুমি ভিজবে কি আমার সঙ্গে

বিকেল বেলা বারান্দায় বৃষ্টির ফোটা
তোমার হাতে আমার হাতের রেখা
মিলে এক হয়ে আছে আর
এমন উষ্ণতা ছড়াচ্ছে যে
দু'টি হৃদয় আরো কাছে আসছে

বৃষ্টির ধারা থেমে নেই
দিন শেষে রাত এসে হাজির
দু'চোখে স্বপ্নটাও দিচ্ছে উঁকি
আমি হারিয়ে যাচ্ছি সেই স্বপ্নের গহীনে
একা একা নিরবে নিভৃতে

আর বাইরে বৃষ্টির ধারা ঝড়ছে
তার আপন মনে এবং সিক্ত করছে
প্রকৃতি আর প্রকৃতির মানুষকে
এভাবেই কেউ সিক্ত হচ্ছে ভালবাসায়
কেউ হারিয়ে যাচ্ছে গভীর বেদনায়
শ্রাবণ ধারার এইতো খেলা এ ধরায়।।

শ্রাবন মেঘের দিন : হটাৎ বৃস্টি হতে ...

-------------------------
শ্রাবণ দিনে 

-- মোঃ হেলাল উদ্দিন

   26/07/2017

Sunday, July 9, 2023

ভালোবাসার পাগলামি -- মোঃ হেলাল উদ্দিন


  ভালবাসা! ভালবাসা!!

ভালবাসা ছাড়া জীবন যেন ফাঁকা।

ভালবাসার জন্য শুধু বসে থাকা।।

ভালবাসা! ভালবাসা!!

ভালবাসায় আশা, ভালবাসায় ভরসা।

ভালবাসায় সবকিছু।।

ভালবাসায় গোলা, ভালবাসায় গুলি।

ভালবাসার জোরে বুলি।

ভালবাসায় পাগল শরীফ কুলি।।

ভালবাসারে তুই

তোর কাছে যাই সকলে নুই।।

তুই ভালবাসা মানি

তোর কারনে হয় যত সব পাগলামী।।

© মোঃ হেলাল উদ্দিন ®
    ১৩/১০/২০১৬ ইং

Saturday, June 17, 2023

নীলাঞ্জনা -- মোঃ হেলাল উদ্দিন

 নীলাঞ্জনা
তুমি কোন কথা বলো না
চলো নাকো তুমি একসাথে
শুধু নয়নে নয়ন চাহ্
যদি দেখা হয় কোন ক্ষণিকে।।
তোমাকে এই ক্ষণিক দেখার
অপেক্ষাতে নিশি হয় ভোর
কাটাই আমি তিন প্রহর
যদি তুমি আসো কাটাতে ঘোর।।

নীলাঞ্জনা
তোমার ঠোঁটে মুচকি হাসি
পড়িয়ে দেয় হৃদয়ে ফাঁসি
ফাঁসিতে ঝুলিতে দ্বিধা নেই মনে
যদি ভালোবাসা দেখা দেয় মনে।।
নয়নে নয়নে কওনা কথা
হৃদয়ে জমানো যতো ব্যাথা
নিরবে দহনে যায় থেকে অন্তরে
তব কি রবে দূরে কাঁদিয়ে অনলে।।

নীলাঞ্জনা
নীল দিয়ে যাও যদি প্রেম না দাও
সে নীলে হৃদয়ে রাঙাবো বিরহে
তবু তোমায় চাইবো বারবারে জীবনে।।
তোমার চরণ তলে পড়ি লুটায়ে
প্রেম ভিক্ষারি হয়ে জগত সংসারে
বলি নম তম কন্ঠ ভরায়ে
হে সম্রাজী, গ্রহণ করো মোরে
তোমার ভালোবাসার ভূবনে।।
নীলাঞ্জনা 

Tuesday, June 13, 2023

আমাকে ভালোবাসার পর -- মোঃ হেলাল উদ্দিন

 আমাকে ভালোবাসার পর
তোমার বলতে আর কিছু থাকবে না বাকি
থাকবে না তোমার কোন প্রাক্তন
থাকবে না হৃদয়ের গহীনে জমা ভালোবাসা
সে তো সব আমাকে দিয়ে দিবে আমার হতে।

আমাকে ভালোবাসার পর
তোমার তুমি হয়ে যাবে অনেক পর
তোমার চোখে থাকবে সুখের পাহাড়
থাকবে ভালোবাসার নহর
বয়ে যাবে সমুদ্র ছাড়িয়ে মহাসাগর।

আমাকে ভালোবাসার পর
তোমার সকল প্রাক্তনেরা মিছিল করবে মিটিং করবে
আমাকে প্রাক্তন করতে রাজপথে নামবে
শহীদ মিনারে দাঁড়িয়ে সমাবেশে গলা বাড়িয়ে
বলবে তোমার হতে চাই সবে।

আমাকে ভালোবাসার পর
অন্তর আত্মাজুড়ে তুমি হয়ে যাবে আমার
আমার জন্য পাল্টা বিপ্লবী হবে তুমি
পল্টনের মহা সমাবেশে দাঁড়িয়ে ঘোষণা করবে
আমাদের ভালোবাসা কতো চির মহান।

আমাকে ভালোবাসার পর
তোমার তুমি হারাবে আমার মাঝে
তোমাকে খুঁজে নিবে আমার অস্তিত্বে
তুমি বিদ্রোহ করবে সকল নিয়মের বিরুদ্ধে
তুমি বাসর সাজাবে বাউন্ডলকে ঘরে রাখতে।

আমাকে ভালোবাসার পর
তুমি আত্মীয় স্বজন ছাড়বে আগে
ভুলে যাবে যা ছিলে প্রাক্তনে জগত জুড়ে
ভুলে যাবে তোমার শহর নদী কোলাহল
নয়ন জুড়ে থাকবে আমার ভালোবাসার শহর।

আমাকে ভালোবাসার পর
তোমার কোন ইচ্ছে অবশিষ্ট থাকবে না
কোন ভালোবাসা অপূর্ণ থাকবে না কোন দিন
থাকবে না দুঃখ কষ্ট ঋণ কোন দিন
থাকবে শহরজুড়ে মিছিল মিটিং পিকেটিং।

আমাকে ভারোবাসার পর
তুমি আমি হবো সাগর মোহনার মিল
গড়বো জগত সংসার ফুটাবো রঙিন ফুল
ফুলে ফুলে ভরিবে আঙিনা অমলিন
নাচিবে জগত বাজিবে সুর প্রেম সঙ্গীত।

আমাকে ভালোবাসার পর 

Friday, May 19, 2023

ভালোবাসা যাতনাময় নয় -- মোঃ হেলাল উদ্দিন

 

সখি, ভালোবাসা যাতনাময় নয়

যদি বিশ্বাসভরা হৃদয়ে

চোখেতে চোখ রেখে নিরব কথা হয়।

সখি, ভালোবাসা যাতনাময় নয়

যদি  আস্থাভরা হৃদেয়ে

বাহুতে বাহু রেখে সামনে চলা যায়।

সখি, ভালোবাসা যাতনাময় নয়

যদি ভালোবেসে হাতে হাত রেখে

দু'জন দু'জনের কাছে থাকার প্রতিজ্ঞা হয়।

সখি, ভালোবাসা ভালোবাসাময়

যদি ভালোবেসে ভালোবাসাকে

বাহুডোরে বেধে রাখা যায়। 
 

 ভালোবাসা যাতনাময় নয় 

Tuesday, April 18, 2023

অপেক্ষা -- মোঃ হেলাল উদ্দিন

দিগন্ত জোড়া নীলাকাশ আমার পিছনে রেখে

আমি তাকিয়ে আছি তোমার আসার পথ চেয়ে

তুমি বলেছো আজ আসবে আমার কাছে

পরনে নীল শাড়ি আর কপালে নীল টিপ দিয়ে

আমি তোমার সেই সৌন্দর্য দেখার জন্য

প্রকৃতির নীল কেও অগ্রাহ্য করিতেছ

কেননা আমি জানি, আমি জানি

তোমার নীল শাড়ি আর নীল টিপ

দিগন্ত জোড়া নীলাকাশ কে হার মানাবে

আমি তা দেখার অপেক্ষায় চেয়ে আছি।।

Saturday, April 15, 2023

ইচ্ছা -- মোঃ হেলাল উদ্দিন

মাঝে মাঝে ইচ্ছে করে
নিজেকে পাল্টে ফেলি
অন্য রুপে,
হ্যাঁ, একেবারে অন্য রুপে।

মাঝে মাঝে ইচ্ছে করে
নিজেকে লুকিয়ে ফেলি
নিজের থেকে,
একেবারে অন্য রুপে, অন্য খানে।

মাঝে মাঝে ইচ্ছে করে
হারিয়ে যাই আমি
হারিয়ে যাই সবার থেকে
দূরে, বহু দূরে।

মাঝে মাঝে ইচ্ছে করে
ইচ্ছে করে শুরু করি
নতুন করে জীবনটাকে
ভিন্ন রুপে, ভিন্ন পথে।

মাঝে মাঝে ইচ্ছে করে
ইচ্ছে করে হেঁটে চলি
নির্জন এক রাস্তা ধরে
পথের মাঝে, পথে পথে।

মাঝে মাঝেই ইচ্ছে করে
ইচ্ছে করে নতুন করে
নতুন নতুন ভাবনা নিয়ে
জীবনটাকে দেই পাড়ি।

--------
ইচ্ছা 

-- মোঃ হেলাল উদ্দিন

বরিশাল
০৬/০৬/২০১৭

Thursday, February 2, 2023

আমি কবি হতে চাই -- মোঃ হেলাল উদ্দিন

বহু দিনের শখ ছিল
একদিন আমি কবি হবো
তোমাকে আমার কবিতা বানাবো।
বহু দিনের শখ আমার
আমি কবি হবো
তুমি আমার কবিতা হবে।
আজো আমার শখ আছে
আমি কবি হবো
কিন্তু তোমাকে কি করে বানাবো কবিতা।
আমার যে কবিতা বানানোর ছন্দ নাই
আমার যে কবিতা লেখার ভাষা নাই
আমার যে সাহিত্য জ্ঞান নাই।
নাই, নাই, নাই
আমার কোন কিছুই নাই
আমার আমি বলতে কিছুই নাই।
কি করে তোমায় কবিতা বানাই
কি করে তোমায় ছন্দ দেই
কি করে তোমায় সাহিত্য রসে ডোবাই।
এতো কিছু নাই-এর মাঝেও
তোমাকেই আমার কবিতা বানাতে চাই
তোমাকে আমি আমার মতো করে সাজাতে চাই।
জানি আমার চাওয়া পূর্ণতার জন্য
আমাকে ছন্দ শিখতে হবে
আমাকে ভাষা জ্ঞান ঠিক করতে হবে
আমাকে সব সাহিত্য রসে ভেজাতে হবে।
জানি না আমি তা পারব কি-না
তবুও আমার শখটা পূর্ণ করতে চাই।
আমি চাই, সত্যি আমি চাই
তুমি, তুমিই আমার কবিতা হবে।
আমি আমার মনের মাধুরী দিয়ে
সেই কবিতায় ছন্দ দিব
ভাষা জ্ঞান যাই থাকুক না কেন
তোমায় নিয়েই সাহিত্য রসের সৃষ্টি করবো।
তুমি শুধু আমার পাশে থাকো
আমাকে তৈরি করতে সাহায্য করো
আমি কথা দিচ্ছি, হ্যাঁ আমি কথা দিচ্ছি
আমার বহু দিনের শখটা পূর্ণ করবো।
শুধু তুমি একটি বার আমার কবিতা হও
শুধু একটু ধৈর্য ধরো, শুধু একটু সময় দাও।
আমি তো আর রাতারাতি সব পারবো না
আমাকে একটু সময় দাও
আমি কবিতায় ছন্দ আনবো
ভাষা জ্ঞান বাড়িয়ে তুলবো
সাহিত্য রসের সৃষ্টি করবো।
আমি কবি হতে চাই
তোমাকে কবিতা বানাতে চাই।
আমার বহু দিনের শখ
আমি পূর্ণ করতে চাই
আমি কবি হতে চাই।।

 

 

আমি কবি হতে চাই 

-- মোঃ হেলাল উদ্দিন

Tuesday, December 13, 2022

কল্প ছবি -- মোঃ হেলাল উদ্দিন


এলো চুল খোঁপায় ফুল
অপলক তোমার দৃষ্টি
কপালে টিপ নাকে নথ
ঠোঁটে তোমার হাসি মিষ্টি।।

কালো শাড়ি হলুদ পাড়
আঙুলের ভাঁজ যেন কারুকাজ।।

তোমার ঐ চোখ ডাকে কারে
মুখের হাসি কি কথা যেন বলে
আমি বুঝিনা পড়িতে পারিনা
শুধু ভেবে মরি কি আমার হলে।।

তোমার স্পর্শে সবুজেরা কথা বলে
আমি ব্যাকুল হয়ে চেয়ে থাকি তোমার পানে।।

তুমি কি ছবি নাকি বনলতা
ছন্দ দিব তুমি যদি হও মোর কবিতা।।

কল্প ছবি 

-- মোঃ হেলাল উদ্দিন

২০.০৬.২০১৯

Tuesday, November 22, 2022

মন ভালো নেই -- মোঃ হেলাল উদ্দিন

 

তুমি কাছে নেই

তাই মন ভালো নেই।

তোমায় পাবো কি পাবো না

তাও আমি জানি না।

এই ভেবে কোন কাজে

মন যে বসে না।

কেন এমন হয়

বারে বারে মনে পরে

শুধু যে তোমায়।

তুমি কোথায়, ওগো তুমি কোথায়!!

 ________________

30/06/2016

Friday, November 11, 2022

ভালোবাসার পাখি -- মোঃ হেলাল উদ্দিন

 

 সন্ধ্যা ঘনায় সূর্য ডোবে
পাখিরা সব নীড়ে ফেরে
আমার পাখি থাকে দূরে
কেমন করে ফিরাই তারে।

ইচ্ছে করে বুকের মাঝে
রাখি ধরে মোর পাখিটারে।

ও পাখি তুই কেমন করে
থাকিস একা আমায় ছেড়ে
আয়রে ফিরে মোর নীড়েতে
কাটেনা সময় তোর বিরহে।

ইচ্ছে করে উড়ে বেড়াই
আমারা দু'জন এক আকাশে।

এক নীড়েতে থাকবো বলে
ঘর বাধিলাম পাখির সাথে
আজকে পাখি দূরে থাকে
একলা করে আমায় রে।

ও পাখি তুই আয়রে ঘরে
থাকি সুখে একই সাথে।

   ভালোবাসার পাখি 

-- মোঃ হেলাল উদ্দিন