Monday, September 4, 2023

তোমার ভাবনায় -- মোঃ হেলাল উদ্দিন

দূর দিগন্তের পানে তাকিয়ে
ভাবছি শুধু তোমার কথা।
রৌদ্র ঝলমলে ঐ আকাশের পানে
যখন চোখ পড়ল,
তোমার মায়াভরা মুখখানি চোখের সামনে
ভেসে উঠলো।
নদীর জলে রোদের খেলা
ঠিক যেন তোমার মুখরতা,
স্বচ্ছ জলের বুকে সূর্যের ছায়া
এ যেন তোমার আনন্দভরা চোখের ভাষা।
তোমার এ চোখের ভাষা পড়তে চাই
সারা জীবন, পড়ছি যেমন এখন।
তোমার পাশে থাকতে চাই
এমনি ঝলমলে রোদের আলোর মতন
হাসি খুশি তুমি আমি
আমাদের সারাটা জীবন।
*---------------------------*
 
তোমার ভাবনায়
০৮/০২/২০১৭

No comments:

Post a Comment