এমনি এক মেঠো পথ পাড়ি দিয়ে
আমি হেঁটে চলেছি তোমার পানে
শুধু তোমাকে একবার দেখবো বলে।
আমি হেঁটে চলছি শুধুই হেঁটে চলছি
তবু পথের শেষ হচ্ছে না
তবুও তোমার দেখা মিলছে না।
তুমি কোথায় কতো দূরে
এই পথের শেষ হবে
তবু কি তোমার দেখা মিলবে না।
তোমায় নিয়ে হাতে হাত ধরে
এই মেঠো পথ বেয়ে
স্বপ্নের সীমানায় কি যাওয়া হবে না।
এই মেঠো পথ সবুজ শ্যামল গাছ
যেমনি আছে আমার পাশে
তেমনি করে তুমি কি হবে না
আমার পথিক জীবনের পথে।
10/05/2016
No comments:
Post a Comment