About Me

I'm Md. Helal Uddin, from Barishal, Bangladesh. I am a 33rd BCS (General Education) Cadre officer. I have completed B.S.S (Hon's) & M.S.S in Political Science from The University of Dhaka.

Growing up in the natural environment of the village, love of nature, human love made me interested in writing. Although I wrote some poems in my student life, I became interested in writing stories, poems, essays and research in my working life.

The books published so far are - Bangabandhu Path, Samajik Gobeshona Poddhotir Sohojpath, Songbidhaner Sohojpath, Noitikota Mullobodh o Sushason, Ami Kobi Hote Chai (Poetry).

Family life with parents, wife and one son.

 

 

শিক্ষক, লেখক ও গবেষক মোঃ হেলাল উদ্দিন ১৯৯০ সালে বরিশাল জেলার বাকেরগঞ্জে জন্মগ্রহণ করেন। পিতা- মোঃ আইউব আলী, মাতা- ফিরোজা বেগম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করে ৩৩ তম বিসিএস এর মাধ্যমে সাধারণ শিক্ষা ক্যাডারে কর্মরত। এছাড়া তিনি বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট এর ফেলো। অধ্যাপনার পাশাপাশি নিয়মিত লেখালেখির সাথে যুক্ত। দেশ-বিদেশি বিভিন্ন জার্নালে তার একাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে এবং জাতীয় দৈনিকে বিভিন্ন বিষয়ে নিয়মিত লিখে থাকেন। এখন পর্যন্ত তাঁর প্রকাশিত বই হলো ‘বঙ্গবন্ধু পাঠ’, ‘সামাজিক গবেষণা পদ্ধতির সহজপাঠ’, ‘সংবিধানের সহজপাঠ’ ‘নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন’ এবং ‘আমি কবি হতে চাই (কাব্যগ্রন্থ)’। স্ত্রী- সাইয়েদাতুননেছা, প্রভাষক (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি) এবং একমাত্র সন্তান আহনাফ তাজওয়ার-কে  নিয়ে তাঁর পারিবারিক জীবন।