এলো চুল খোঁপায় ফুল
অপলক তোমার দৃষ্টি
কপালে টিপ নাকে নথ
ঠোঁটে তোমার হাসি মিষ্টি।।

কালো শাড়ি হলুদ পাড়
আঙুলের ভাঁজ যেন কারুকাজ।।

তোমার ঐ চোখ ডাকে কারে
মুখের হাসি কি কথা যেন বলে
আমি বুঝিনা পড়িতে পারিনা
শুধু ভেবে মরি কি আমার হলে।।

তোমার স্পর্শে সবুজেরা কথা বলে
আমি ব্যাকুল হয়ে চেয়ে থাকি তোমার পানে।।

তুমি কি ছবি নাকি বনলতা
ছন্দ দিব তুমি যদি হও মোর কবিতা।।

কল্প ছবি 

-- মোঃ হেলাল উদ্দিন

২০.০৬.২০১৯