Monday, January 9, 2023

শীতের রজনী -- মোঃ হেলাল উদ্দিন

  নিস্তব্ধ নিশীথে
কুয়াশায় ঢাকা নিয়নের আলোতে।
মাঝ রাত হলো ইচ্ছে
বেরিয়ে পড়ি খোলা আকাশের নিচে
সুদূর অজানার মেঠো পথ পাড়ি দিতে
যে পথের মাঝে মায়া আছে, ভরা ভালোবাসতে।
দিগন্ত জোড়া কুয়াশার ছায়াতে
তার মাঝে তোমার পাওয়া হাতছানি তে
তুমি ডাকলে আমায় কি করে যায় থাকা দূরে
আমি আসছি, দাঁড়াও তুমি সাথে আমায় নিতে
হারিয়ে যাবো এই রজনীর সাথে ভালোবাসার বুকে
তোমাতে হবো বিলীন আমি, বাহুতে বাহু মিলিয়ে সুখে
এমন শীতার্ত রজনী, তৃষ্ণার্ত কামিনী, উষ্ণ করো মিলনে।

শীতের রজনী 
১৪/০১/২০২০

 

1 comment: