Teacher, Writer & Researcher
রহস্যে ঘেরা এই আমাদের পৃথিবী
রহস্যময় আমাদের জীবন।
এই পৃথিবীর বুকে চলছে অবিরত
মানব জীবনের বসবাস।
কেউ কারো নয় একবার
প্রয়োজনে কাছে আসে
হারায় প্রয়োজন ফুরালে আবার।
তবু জীবন থেমে নেই
নেই কারো জন্য অপেক্ষার
এই তো বিধি বিধাতার।
রহস্যময় জীবন
-- মোঃ হেলাল উদ্দিন
No comments:
Post a Comment