Saturday, January 6, 2024

রহস্যময় জীবন -- মোঃ হেলাল উদ্দিন

রহস্যে ঘেরা এই আমাদের পৃথিবী

রহস্যময় আমাদের জীবন।

এই পৃথিবীর বুকে চলছে অবিরত

মানব জীবনের বসবাস।

কেউ কারো নয় একবার

প্রয়োজনে কাছে আসে

হারায় প্রয়োজন ফুরালে আবার।

তবু জীবন থেমে নেই

নেই কারো জন্য অপেক্ষার

এই তো বিধি বিধাতার।

 

রহস্যময় জীবন 

-- মোঃ হেলাল উদ্দিন

No comments:

Post a Comment