Thursday, December 7, 2023

রক্তক্ষরণ -- মোঃ হেলাল উদ্দিন

 

শরীরের রক্তক্ষরণ সবাই দেখিতে পায়
কিন্তু হৃদয়ের রক্তক্ষরণের খবর কে নেয় হায়
এইতো জগতের নিয়ম
যাহা দেখা যায়, যাহা পাওয়া যায়
তাহার খবর সবাই নিতে চায়
কিন্তু যাহা দেখা যায় না, যাহা নেয়া যায় না
তাহার খবর কেউ নিতে চায় না।।
আমার সবাই আনন্দ চাই, হাসি চাই
আনন্দের কাছাকাছি থাকতে চাই
কিন্তু ক'জনে তা পারে হায়
সবার মুখের হাসিতো আর এক নয়
কেউ হাসির আড়ালে হাজারো দুঃখ লুকায়
সুখে থাকার, আনন্দের অভিনয় করে যায়
কেউ কেউ সুখেই হেসে লুটিপুটি খায়
আমরা কি কখনো তার আসল জানতে চাই
চাই না, জানতে চাই না, দেখতে চাই না
কখনো একটু বুঝতেও চাই না
কাহার ভিতরে কি লুকানো আছে
কেন কেউ চুপটি মেরে থাকে সবার থেকে
কেন কেউ বিনা কারনেও হাসে
কেন কেউ হাসির মাঝে দুঃখ লুকিয়ে রাখে।।
বাহিরের জগত সবাই দেখে, খবর রাখে
হৃদয়ের জগত কেউ দেখে না, দেখতে চায় না
এই জগতের নিয়ম হায়,
সুখের খবর সবাই রাখে, দুঃখের খবর নয়।।

 

  রক্তক্ষরণ 

-- মোঃ হেলাল উদ্দিন

No comments:

Post a Comment