অপ্রাপ্তি
ছোট একটা কথা
কিন্তু কত শত কষ্ট লুকানো
এই ছোট শব্দের মাঝে
হয়ত আমাদের তা অজানা।
কোন অপ্রাপ্তির মাঝে কতটা কষ্ট
কতটা না পাওয়ার বেদনা
হয়তো আমরা দেখিনা,
আমরা শুধুই দেখি একটা অপূর্ণতা।
কিন্তু না, সব সময় একটা অপ্রাপ্তি
শুধুই অপ্রাপ্তি না।
এটা হতে পারে সারা জীবনের কান্না
সারা জীবনের বেদনা।
--------------------------
আচ্ছা, সব অপ্রাপ্তি কি ভাগ্যের লেখা
না কি কোন কোন অপ্রাপ্তি
আমাদের নিজেরই সৃষ্টি
না কি অন্য কারো তৈরি করা।
জানি না, বুঝতেও পারছিনা,
না কি সবই জানি, বুঝি কিন্তু
কিছুই করতে পারি না।
কিছুই করার থাকে না।
অপ্রাপ্তি, অপূর্ণতা
থাক না হয় আর এ কথা।
অপ্রাপ্তি -- মোঃ হেলাল উদ্দিন
শুধুই শূণ্যতা।
ReplyDelete