মাঝে মাঝে ইচ্ছে করে
নিজেকে পাল্টে ফেলি
অন্য রুপে,
হ্যাঁ, একেবারে অন্য রুপে।

মাঝে মাঝে ইচ্ছে করে
নিজেকে লুকিয়ে ফেলি
নিজের থেকে,
একেবারে অন্য রুপে, অন্য খানে।

মাঝে মাঝে ইচ্ছে করে
হারিয়ে যাই আমি
হারিয়ে যাই সবার থেকে
দূরে, বহু দূরে।

মাঝে মাঝে ইচ্ছে করে
ইচ্ছে করে শুরু করি
নতুন করে জীবনটাকে
ভিন্ন রুপে, ভিন্ন পথে।

মাঝে মাঝে ইচ্ছে করে
ইচ্ছে করে হেঁটে চলি
নির্জন এক রাস্তা ধরে
পথের মাঝে, পথে পথে।

মাঝে মাঝেই ইচ্ছে করে
ইচ্ছে করে নতুন করে
নতুন নতুন ভাবনা নিয়ে
জীবনটাকে দেই পাড়ি।

--------
ইচ্ছা 

-- মোঃ হেলাল উদ্দিন

বরিশাল
০৬/০৬/২০১৭