দিগন্ত জোড়া নীলাকাশ আমার পিছনে রেখে
আমি তাকিয়ে আছি তোমার আসার পথ চেয়ে
তুমি বলেছো আজ আসবে আমার কাছে
পরনে নীল শাড়ি আর কপালে নীল টিপ দিয়ে
আমি তোমার সেই সৌন্দর্য দেখার জন্য
প্রকৃতির নীল কেও অগ্রাহ্য করিতেছ
কেননা আমি জানি, আমি জানি
তোমার নীল শাড়ি আর নীল টিপ
দিগন্ত জোড়া নীলাকাশ কে হার মানাবে
আমি তা দেখার অপেক্ষায় চেয়ে আছি।।
অপেক্ষা
No comments:
Post a Comment