Saturday, June 17, 2023

নীলাঞ্জনা -- মোঃ হেলাল উদ্দিন

 নীলাঞ্জনা
তুমি কোন কথা বলো না
চলো নাকো তুমি একসাথে
শুধু নয়নে নয়ন চাহ্
যদি দেখা হয় কোন ক্ষণিকে।।
তোমাকে এই ক্ষণিক দেখার
অপেক্ষাতে নিশি হয় ভোর
কাটাই আমি তিন প্রহর
যদি তুমি আসো কাটাতে ঘোর।।

নীলাঞ্জনা
তোমার ঠোঁটে মুচকি হাসি
পড়িয়ে দেয় হৃদয়ে ফাঁসি
ফাঁসিতে ঝুলিতে দ্বিধা নেই মনে
যদি ভালোবাসা দেখা দেয় মনে।।
নয়নে নয়নে কওনা কথা
হৃদয়ে জমানো যতো ব্যাথা
নিরবে দহনে যায় থেকে অন্তরে
তব কি রবে দূরে কাঁদিয়ে অনলে।।

নীলাঞ্জনা
নীল দিয়ে যাও যদি প্রেম না দাও
সে নীলে হৃদয়ে রাঙাবো বিরহে
তবু তোমায় চাইবো বারবারে জীবনে।।
তোমার চরণ তলে পড়ি লুটায়ে
প্রেম ভিক্ষারি হয়ে জগত সংসারে
বলি নম তম কন্ঠ ভরায়ে
হে সম্রাজী, গ্রহণ করো মোরে
তোমার ভালোবাসার ভূবনে।।
নীলাঞ্জনা 

No comments:

Post a Comment