Sunday, July 9, 2023

ভালোবাসার পাগলামি -- মোঃ হেলাল উদ্দিন


  ভালবাসা! ভালবাসা!!

ভালবাসা ছাড়া জীবন যেন ফাঁকা।

ভালবাসার জন্য শুধু বসে থাকা।।

ভালবাসা! ভালবাসা!!

ভালবাসায় আশা, ভালবাসায় ভরসা।

ভালবাসায় সবকিছু।।

ভালবাসায় গোলা, ভালবাসায় গুলি।

ভালবাসার জোরে বুলি।

ভালবাসায় পাগল শরীফ কুলি।।

ভালবাসারে তুই

তোর কাছে যাই সকলে নুই।।

তুই ভালবাসা মানি

তোর কারনে হয় যত সব পাগলামী।।

© মোঃ হেলাল উদ্দিন ®
    ১৩/১০/২০১৬ ইং

1 comment: