কাশফুলেরা শুকিয়ে যাচ্ছে
তুমি আসলে না বলে
শরতের আকাশে কুয়াশা জমেছে
তোমার অপেক্ষায় থেকে
তুমি আসলে না
তোমার স্পর্শে নিলে না টেনে।
তবু অপেক্ষায় আছি
শীতের শেষে বসন্ত আসবে বলে।
ফাগুনের আগুন নিয়ে
তুমি চলে এসো এই ভালোবাসার বুকে
জ্বালিয়ে পুড়িয়ে যাচাই করে দেখো
কতো ভালোবাসি তোমাকে।
শীত বসন্তের দেশে
নতুন করে সময় আসে বারে বারে
শুধু তোমায় রেখে দেই অন্তরে
প্রতিক্ষণে নতুন করে ভালোবেসে।
বসন্ত আসবে
No comments:
Post a Comment