পবিত্র এই রাতে প্রার্থনা প্রভু তোমার কাছে
ক্ষমা করো জীবনের সব গুনাহ চিরতরে
বাকি জীবন যেন থাকতে পারি তোমার পথে।
তোমার দেখানো পথে যেথায় শান্তি অবিরত
সেই পথের সন্ধান চাই প্রভু তোমার কাছে
সন্ধান দিও, পথ দেখাইও, শান্তির পথের।
এই পবিত্র রাতে প্রভু ক্ষমা চাই তোমার কাছে
সুস্থ রাখিও, ভালো রাখিও, রাখিও তোমার পথে।
সততা আর নিষ্ঠা দিও, দিও হালাল রুজির ঠিকানা
কোন দিন যেন সেই পথ থেকে হারিয়ে যাই না।
এই পবিত্র রাতে প্রভু ক্ষমা চাই তোমার কাছে
তুমি মঙ্গল করিও সকল মানব জীবনের তরে।
তুমি দিও শান্তি চিরতরে এই বিশ্ব সংসারে
এই পবিত্র রাতে প্রার্থনা প্রভু তোমার কাছে।
এই রাত শবে বরাত
আমিন।
ReplyDelete