মেঘ মাতাল এই শ্রাবণ দিনে
বৃষ্টির রিমঝিম অঝোর ধারাতে
পৃথিবীর বুকে মেনে আসে
এক অন্য রকম ভালো লাগা
যে ভালো লাগার মাঝে থাকে
হারিয়ে যাবার ইচ্ছা
থাকে খুঁজে পাবার ইচ্ছা
সকালের বৃষ্টিস্নাত ঘুম ভাঙ্গা চোখে
ইচ্ছে করে তোমার হাতের
এক কাপ গরম চায়ে চুমুক দিতে
দুপুরবেলা বাঁধভাঙ্গা বৃষ্টির ধারায়
ইচ্ছে করে কাক ভেজা হয়ে
স্নান করে নেই বৃষ্টির জলে
তুমি ভিজবে কি আমার সঙ্গে
বিকেল বেলা বারান্দায় বৃষ্টির ফোটা
তোমার হাতে আমার হাতের রেখা
মিলে এক হয়ে আছে আর
এমন উষ্ণতা ছড়াচ্ছে যে
দু'টি হৃদয় আরো কাছে আসছে
বৃষ্টির ধারা থেমে নেই
দিন শেষে রাত এসে হাজির
দু'চোখে স্বপ্নটাও দিচ্ছে উঁকি
আমি হারিয়ে যাচ্ছি সেই স্বপ্নের গহীনে
একা একা নিরবে নিভৃতে
আর বাইরে বৃষ্টির ধারা ঝড়ছে
তার আপন মনে এবং সিক্ত করছে
প্রকৃতি আর প্রকৃতির মানুষকে
এভাবেই কেউ সিক্ত হচ্ছে ভালবাসায়
কেউ হারিয়ে যাচ্ছে গভীর বেদনায়
শ্রাবণ ধারার এইতো খেলা এ ধরায়।।
Very Good.
ReplyDelete