Friday, August 16, 2024

মুক্তি -- মোঃ হেলাল উদ্দিন

রাজপথে আজকাল বিপ্লবী দেখা যায় না।
প্রেমিক-প্রেমিকারও অকাল মনে হয়।
কোথাও কোন বিপ্লব নেই, 
নেই লাল বর্ণের উত্তাপ।
ভালোবাসা এখন বন্দি ছয় ইঞ্চির ফ্রেমে।
বড়ই আকাল চলছে হৃদয়ের গহীনে।
হে ঈশ্বর তুমি মুক্তি দেও সকলের।
 
 
 29/03/2022

No comments:

Post a Comment