Monday, October 9, 2023

কবিতা লেখার কৌশল -- মোঃ হেলাল উদ্দিন

অনেক অনেক জানা প্রয়োজন, তবে অল্প জেনে সঠিক প্রয়োগকৌশল জানা আরো বেশি প্রয়োজন।

অল্প জেনে স্বল্প করে সুন্দর কবিতা লেখার জন্য কতকগুলো ধাপ বা বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলে সহজেই কবিতা লেখা যায়। তাই সহজে কবিতা লেখার সেই কৌশলগুলো জেনে নেয়া যাক।

১. কবিতার ভাব-ভাবনা-বিষয়: একটা কবিতার অবয়ব নির্মাণে সাহায্য করে। কবিতা লেখার জন্য যা সর্বপ্রথম দরকার।

২. কবিতার শব্দ-অর্থ-বাক্য: দৃশ্যমান কবিতার অবয়বে বোধ প্রদান করে পাঠকের হৃদয়গ্রাহী করতে দরকারি।

৩. কবিতার বক্তব্যে প্রবহমানতা: কবিতার বক্তব্যের মেলবন্ধন সৃষ্টি এবং উপস্থাপন সৌন্দর্যের তৈরি করে থাকে।

৪. কবিতর ছন্দ: কবিতার গতি রক্ষায়, সুর প্রদানে এবং স্মরণ রাখতে সাহায্য করে। তবে বর্তমানে ছন্দ ছাড়াও কবিতা লেখা চলে।

৫. কবিতার অলংকার: কবিতায় শব্দালংকার কবিতার অবয়ব-সৌন্দর্য রক্ষা করে এবং অর্থালংকার কবিতায় প্রাণ দান করে থাকে।

৬. কবিতার রস: কবিতার ভাব অনুভব করতে কবিতার রস দরকার আবার ভাব থেকেই রসের উদ্ভব।

৭. কবিতার ব্যাকরণ: কবিতাকে শৃঙ্খলাবদ্ধ করে সুন্দর ও অর্থবোধক করতে ব্যাকরণ দরকার।

৮. কবিতার উপস্থাপন শৈলী: কবিতাকে স্বাতন্ত্রশক্তি দান করতে এবং অন্য কবিতা থেকে পৃথককরণে প্রয়োজন।

এই ধাপগুলো অনুসরণ করলে কবিতা লেখা সুন্দর ও কার্যকর হয়। তাই যারা কবিতা লেখা শুরু করতে চান তারা এই বিষয়গুলো সম্পর্কে পরিস্কার ধারণা নিয়ে কলম ধরুন এবং কবি হিসাবে পরিচিতি লাভ করুন।

কবিতা লেখার কৌশল 

-- মোঃ হেলাল উদ্দিন

No comments:

Post a Comment