সন্ধ্যা ঘনায় সূর্য ডোবে
পাখিরা সব নীড়ে ফেরে
আমার পাখি থাকে দূরে
কেমন করে ফিরাই তারে।
ইচ্ছে করে বুকের মাঝে
রাখি ধরে মোর পাখিটারে।
ও পাখি তুই কেমন করে
থাকিস একা আমায় ছেড়ে
আয়রে ফিরে মোর নীড়েতে
কাটেনা সময় তোর বিরহে।
ইচ্ছে করে উড়ে বেড়াই
আমারা দু'জন এক আকাশে।
এক নীড়েতে থাকবো বলে
ঘর বাধিলাম পাখির সাথে
আজকে পাখি দূরে থাকে
একলা করে আমায় রে।
ও পাখি তুই আয়রে ঘরে
থাকি সুখে একই সাথে।
ভালোবাসার পাখি
ভালোবাসার পাখি ।
ReplyDelete