Thursday, November 3, 2022

স্মৃতির লন্ঠন -- মোঃ হেলাল উদ্দিন

ইচ্ছেগুলোরা মরে যাচ্ছে

বাস্তবতার নিষ্ঠুর কষাঘাতে

ভাবনাগুলোরা হারিয়ে যাচ্ছে

সময়ের নিরব ব্যবধানে।

ইচ্ছে, স্বপ্ন আর বাস্তবতা

দিনে দিনে সবই হয় আলাদা

পাথরের বোবা কান্নার মতো

কেউ তার দেখা পায়না।

সাপলুডু খেলা হয় নিয়ত

হৃদয়ের সাথে, চোখের জলে

যেতে চাইলেও ফিরতে হয়

বিষবাণে নীলবর্ণ দেহের সাথে।

পরিত্রাণ শব্দটি হারিয়েছে অভিধান

সবখানে শুধু সুখের অবগাহন

জীবন চলবে, পাথরও ভাঙ্গবে

থাকবে না শুধু স্মৃতির লন্ঠন।

 

___________

স্মৃতির লন্ঠন 

-- মোঃ হেলাল উদ্দিন

১৫.০৬.২০১৮

No comments:

Post a Comment