Teacher, Writer & Researcher
তুমি কাছে নেই
তাই মন ভালো নেই।
তোমায় পাবো কি পাবো না
তাও আমি জানি না।
এই ভেবে কোন কাজে
মন যে বসে না।
কেন এমন হয়
বারে বারে মনে পরে
শুধু যে তোমায়।
তুমি কোথায়, ওগো তুমি কোথায়!!
No comments:
Post a Comment