Saturday, December 3, 2022

মাধবীলতা-০৫ -- মোঃ হেলাল উদ্দিন

মাধবীলতা
লাগছে খুব একা একা
চারিদিকে এতো লোক
তবু আমারর পাশ ফাঁকা
বিরাজমান শুধু তোমার শূণ্যতা

মাধবীলতা
তুমি ছাড়া সব কিছুই বৃথা
মাঝনদীতে মৃদু বাতাস
মেঘাচ্ছন্ন আকাশে চাঁদ
কোথাও তারার দেখা
তুমি ছাড়া এগুলো ভালো লাগেনা

মাধবীলতা
এমন রাত তুমিহীনা
ঘুম যে আমার আসেনা
তুমি পাশে নেই মন যে মানেনা
কেন যে তোমায় পাশে পাই না
মন যে সেই কথা বুঝেনা

মাধবীলতা
তুমি ছাড়া এই রাত বৃথা
তুমি ছাড়া এই চাঁদ এই পথ
লাগে আমার শুধু একা একা
ওগো মাধবীলতা।


 মাধবীলতা-০৫ 
-- মোঃ হেলাল উদ্দিন

১০/০৯/২০১৭

No comments:

Post a Comment