Thursday, December 7, 2023

অনামিকা-০২ -- মোঃ হেলাল উদ্দিন

অনামিকা,
তোমার জন্য রেখেছি জমা
আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা
তোমার জন্য করছি এই আমি অপেক্ষা।
তোমার জন্য হৃদয়ে আছে আমার মায়া
তোমাকে পাবার জন্য আমার এই অপেক্ষা
তোমার জন্য আমার এইতো বেঁচে থাকা।
অনামিকা,
তোমার জন্য আমার স্বপ্ন চোখে দেখা
তোমার জন্য আমার মনে আসে ভাবনা
তোমার জন্য আমার সকল কবিতা লেখা।
তোমার জন্য হয় আমার সোনালী সকাল দেখা
তোমার জন্য ক্লান্ত দুপুর উদাস বিকেল বেলা
তোমার জন্য রাত্রি নিশি আমার জেগে থাকা।।
 
অনামিকা-০২ 

No comments:

Post a Comment