পবিত্র মাহে রমজান
চারিদিকে চলছে অভিযান
তাকওয়া অর্জনের আশায়
করছে মুসলিমরা উপবাস।
সরকার চালাচ্ছে অভিযান
গড়তে মাদক মুক্ত সমাজ
সাথে ভেজাল নির্মূলে সরকার
আছে সদা সর্বদা তৎপর।
মরছে মানুষ ক্রসফায়ারে
ভরছে লাল দালান অপরাধীতে
তবু কি হায় কমছে অপরাধ
ঘুনে ধরা এই সমাজ থেকে।
তাকওয়া যদি অর্জন করতে চাই
নিজের মনকে নিজেই শুধরাই
মাদক কিংবা ভেজাল মুক্ত করতে সমাজ
যে যার জায়গা থেকে হই সোচ্চার।
তবেই পাব একটা সুন্দর সমাজ।
রমজানের অভিযান -- মোঃ হেলাল উদ্দিন
আমিন।
ReplyDelete