থমথমে আকাশ
কোথাও নেই একটু বাতাস
এরই মাঝে হঠাৎ বৃষ্টির ধারা
এইতো বিধাতার খেলা।
বিধাতা, কেন খেল এমন খেলা
কেন হঠাৎ ঝড় তোলো জীবনে
কেন আবার ভাসাও আনন্দে
কেন এমন করো জীবন নিয়ে।
হে বিধাতা, কেন সব সময় সমান রাখো না
কেন আনন্দের মাঝে বেদনা দাও
কেন সুখের মাঝে দুঃখ দাও
কেন হাসি খুশির মাঝে রাখনা সমান।
আকাশের মেঘ কেটে যাক
বৃষ্টির ধারা থেমে যাক
বহে যাক আনন্দের সুবাতাস
জীবন সাধারণ হয়ে যাক।
------------------
বিধাতার খেলা -- মোঃ হেলাল উদ্দিন
13/06/2017

No comments:
Post a Comment