Monday, March 6, 2023

হঠাৎ দেখা -- মোঃ হেলাল উদ্দিন

হঠাৎ করে ছুটে আসা
হঠাৎ করে তোমার দেখা
ভাবিনি এমন হতে পারে
পরিচয়ের প্রথম দেখা।
কথায় কথায় কাছে এসে
আপন করে বেধে নিলে
হঠাৎ করে ছুটে এলে
তোমার আমার দেখা হলে।
দেখার মাঝে মায়া হলো
মনের মাঝে সুখ যে এলো
এমনি করে কাছে রেখো
মনের মাঝে আপন করো।
হঠাৎ করে ছুটে আসা
হঠাৎ করে আপন হওয়া
হয়না যেনো হঠাৎ করে চলে যাওয়া।
 
হঠাৎ দেখা 

No comments:

Post a Comment