Teacher, Writer & Researcher
তোমায় একবার দেখবো বলে
আমি ছুটে আসি তোমার পানে,
তুমিও তোমার গভীর প্রেমে
সিক্ত করে দাও মোরে।
তাইতো তোমায় আরো ভালোবাসি
প্রতিদিন প্রতিক্ষণে আপন করে,
এমনি করে রেখো তুমি
থেকো তুমি আমার পাশে।।
সুন্দর।
সুন্দর।
ReplyDelete