শীতের এই কুয়াশাচ্ছন্ন সকালে
ঘুম থেকে জেগে দেখি
তুমি আমার পাশে নেই।
তবে কি তুমি রাতে ছিলে না সাথে
শুধু স্বপ্নেই এসেছিলে আমার কাছে।
মাঝ রাতে তোমার পাশে বসে
কুয়াশা ভেদ করা চাঁদের আলো দেখেছি
তোমার হাতে হাত রেখে
হেঁটে বেড়িয়েছি বহুদূর পথ
তাও কি স্বপ্ন ছিল, সত্যি না।
তুমি যে আমায় ভয় দেখালে
ঐ ভূত ভূত বলে
আমি তোমায় জড়িয়ে ধরে
হোঁ হোঁ করে হেসে বললাম
তুমি পাশে থাকলে আমি কি ডরাই
মানব দানব বা অন্য কিছুকে,
এমন করেই তো কাটলো অনেক রাত
তবে কি তা ঘুমের ঘোরে স্বপ্নের মাঝে।
সত্যিই কি তুমি আসবে না
আমার এই একাকী জীবনে,
আমি কি একা একাই থেকে যাব
শুধু স্বপ্নকে সঙ্গী করে।

স্বপ্ন সঙ্গী 

-- মোঃ হেলাল উদ্দিন

০১/০২/২০১৬