ভাবনায় আজ বসন্ত নয়, বসন্ত আজ বাস্তবতায়।
ফাগুনের ছোয়া আজ মনে লাগে, প্রকৃতিতে নয়।
কবির কথাই আজ স্মরি বারে ফুল ফুটুক আরা
নাই ফুটুক বসন্ত এসেছে দ্বারে, হৃদয় দোলাতে।
ফাগুনের আগুন লাগা ভালোবাসার দ্বি-প্রহরে
ভরাতে হৃদয় এসেছে ভ্যালেন্টাইন ডে, ভূবনে।
শিশিরের ন্যায় হতে সিক্ত হৃদয়, ভালোবাসায়
দু'টি ডগা যেন মিলে যায় একটি শিশির কণায়।
এই জগত সংসারের ভবলীলায় বোঝা বড় দায়,
সত্যিকারের ভালোবাসা কারে কয়, কোন নমুনায়।
ফাগুনের আগুনে পুড়ে দু'টি হৃদয়, বসন্তের বাতাসে
নিভে অন্তর খাটি হয় এরই নাম ভালোবাসা হয়।
ভালোবাসায় সিক্ত হোক প্রতিটি হৃদয়,
বসন্তে ভালোবাসা
১৪/০২/২০১৮
No comments:
Post a Comment