কি স্বচ্ছ এই দীঘির জল
মানুষের মনটাও যদি এমন হতো
যে মনের দিকে তাকালে
তার ভেতর বাহির সব দেখা যেত।
কত স্বচ্ছ, কত নির্মল এই জল
এ জলের আয়নায় ভেসে উঠে
নিজের প্রতিচ্ছবি, অন্যের প্রতিচ্ছবি
শুধু ভেসে উঠেনা কারো মনের প্রতিচ্ছবি।
------------------------
Md. Helal Uddin
22/01/2017
No comments:
Post a Comment