Saturday, August 12, 2023

ভূল -- মোঃ হেলাল উদ্দিন

একদিন হঠাৎ একটা ফোন
একটা সুন্দরী ললনার কন্ঠ
তারপর ভালোবাসা
একসাথে অনেক পথ চলা
হঠাৎ একদিন ভুল বুঝা
তারপর তার চলে যাওয়া।

আবার একদিন একটা ফোন
ভেঙ্গেছে তার ভুল
কিন্তু হয়েছে অনেক দেরী
সে আজ অন্যের ঘরণী।

আর কি তাকে ফিরে পেতে পারি?
 
 
ভূল 

No comments:

Post a Comment