তোমার জন্য হবো আমি কবি
তোমায় নিয়ে আঁকবো জলছবি
তোমার চোখের মায়ায় হারাই সবই।
তোমার নয়নে তাকিয়ে ভাবি
কি করে করবো তোমায় রানী
তুমি যে বিধাতার অপার সৃষ্টি।
যতো দেখি তোমায় মনের আয়নায়
প্রেমে পরে যাই তোমার গোপন ইশারায়
তুমি কি ভালোবাসেবে নিবে হৃদয়ের আঙ্গিনায়।
হৃদয়ের আঁকুতি
২১/০৪/২০২২
No comments:
Post a Comment