Saturday, April 15, 2023

আত্মবিশ্বাসই শক্তি, আত্মবিশ্বাসেই মুক্তি -- মোঃ হেলাল উদ্দিন

"বিশ্বাস ও দৃঢ় ইচ্ছার সম্মুখে অসম্ভব সম্ভব হয়ে পড়ে। তোমার সাধনায় যদি তুমি জয়ী হতে চাও, তবে সমস্ত মন তোমার কর্মে ঢেলে দাও- প্রাণ দিয়ে বিশ্বাস করো, তুমি কৃতকার্য হবে।" কথাগুলো আমার নয়, এ কথাগুলো বলেছিলেন ডা. লুৎফর রহমান তার 'উন্নত জীবন' প্রবন্ধ গ্রন্থে। তার এই লেখাটা পড়তে গিয়েই আপন মনে কিছু কথার সৃষ্টি হলো যা বলতেই এই ক্ষুদ্র চেষ্টা মাত্র। 

"বিশ্বাস" খুব ছোট একটা শব্দ, কিন্তু এর ব্যাপ্তি অনেক বেশি এবং এর ধরনও ভিন্ন ভিন্ন আছে। সাধারনের প্রতি বিশ্বাস এক কথা আর নিজের প্রতি নিজের বিশ্বাস ভিন্ন কথা। সর্বসাধারনের প্রতি বিশ্বাস এক একটা সম্পর্কের সৃষ্টি করে এবং এ সম্পর্ককে টিকিয়ে রাখতে সহায়তা করে আর নিজের প্রতি বিশ্বাস হলো নিজের টিকে থাকার, সফলতার একমাত্র চাবিকাঠি। নিজের প্রতি নিজের এই বিশ্বাসকেই বলে আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাসের কারনেই টিকে আছে মানব সম্প্রদায়। প্রতিটা মানুষের মনেই এই বিশ্বাসের অস্তিত্ব বিদ্যমান আছে বলেই আমি মনে করি তবে কার আত্মবিশ্বাস কতোটুকু এটা নিয়ে একটু হলেও সংশয় থাকতে পারে। কেননা সবার আত্মবিশ্বাস যদি সমান হতো তবে পৃথিবীতে এতো সমস্যা থাকতো না। সবাই নিজ নিজ গুনে সকল সমস্যার সমাধান করে ফেলত অতি সহজেই। কিন্তু তা যখন হচ্ছে না তখন বলতেই হয় সবার আত্মবিশ্বাস সমান নয়। 

পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যে সকল মহামানব এসেছেন এবং তার কর্মের দ্বারা আমাদের মাঝে চিরস্থায়ী হয়ে রয়েছেন তাদের জীবনী একটু জানার চেষ্টা করলেই দেখতে পাবো তারা কত শত বাধা বিপত্তি অতিক্রম করে তাদের সফলতা ছিনিয়ে এনেছেন।আত্মবিশ্বাস ছাড়া সফলতা লাভ করা যায় না, আত্মবিশ্বাসহীন মানুষ কখনোই সফলতার দেখা পায় না। আত্মবিশ্বাস ও ইচ্ছা শক্তির দ্বারাই জগতে অনেক বড় কিছু করা সম্ভব। এই আত্মবিশ্বাসের সাথে সাথে মনে অনেক বড় স্বপ্ন ও চাওয়া থাকা জরুরী।

সেই দাদা-নাতির গল্পের নাতির ইচ্ছা বা চাওয়া 'বড় হয়ে চৌকিদার' হওয়ার মতো হয় তবে কিন্তু হবে না। কেননা গল্পে দাদা বড় হয়ে দারোগা হতে চেয়েছিল কিন্তু তা না হতে পেরে শেষে চৌকিদার হয়েছে আর নাতি চাচ্ছেই চৌকিদার হতে, সে আর কি হতে পারবে তা বুঝতেই পারছেন। তাই জীবনে ভালো কিছু করতে হলে প্রতিটি মানুষকে বিশ্বাসী, আত্মবিশ্বাসী এবং বড় স্বপ্ন ও ইচ্ছা শক্তির অধিকারি হতে হবে, তবেই জীবনে বড় ধরনের সফলতা আসবে। কোন এক ছাত্র পরীক্ষার আগে জ্বরে পরলো কিন্তু মনোবল না হারিয়ে পড়া শুরু করল এবং কিছুক্ষণ পরেই দেখলো তার আর জ্বর নেই। এই যে আত্মবিশ্বাস নিয়ে প্রবল ইচ্ছা শক্তি দিয়ে কাজ শুরু করার কারনেই সে জ্বর থেকে মুক্তি পেয়েছিল, তেমনি জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি আমরা আত্মবিশ্বাসী হয়ে সাহসের সাথে কাজ শুরু করি তবে সফলতার দেখা অবশ্যই পাবো। কেননা আত্মবিশ্বাসই শক্তি, আত্মবিশ্বাসেই মুক্তি।।

 

আত্মবিশ্বাসই শক্তি, আত্মবিশ্বাসেই মুক্তি

1 comment: