বৈশাখী মেঘের কাছে আমি কি চাইব
কি দিতে পারবে সে আমাকে
সে কি ফিরিয়ে দিতে পারবে
আমার মনের মানুষকে।।
যে হারিয়ে গেছে কোন এক
কাল বৈশাখীর ঝড়ে।।
সে কি ফিরিয়ে দিতে পারবে
আমার স্মৃতিময় মধুর দিনগুলো
যেই দিনগুলো ছিল শুধুই আনন্দের।।
সেই সুখময় দিনগুলো
হারানো প্রিয়জনকেই
বৈশাখী মেঘের কাছে আমার চাওয়া।।
----------------------
©Md. Helal Uddin®
27/04/2016
No comments:
Post a Comment