Monday, March 6, 2023

বোরকা পড়া মেয়ে -- মোঃ হেলাল উদ্দিন

ওগো বোরকা পড়া মেয়ে
নাম কি তোমার যাও আমায় বলে।
তোমার নামটি জানা হয়নি আমার
আমি পাইনি খুঁজে তোমার মনের কিনার
কেমন করে তোমায় বলো খুঁজবো আবার।
ওগো বোরকা পড়া মেয়ে
তোমার চোখের দিকে চেয়ে
আমি পড়েছি তোমার প্রেমে।
তুমি এসো কাছে ভালোবেসে মোরে
তোমায় পেলে ধন্য হবে জীবন অবশেষে
তুমি আমার মনের মাঝে আশা জাগালে
আমি তোমায় ভালোবেসে রাখবো হৃদয়ে।
 
বোরকা পড়া মেয়ে

1 comment: