তোমাকে পাবার আশায়
কতরাত কেটেছে বিনিদ্রায়
কতদিন কেটেছে শুধু ঘুরে
কতবার গিয়েছি তোমার কাছে
তবুও পাইনি তোমায়
এ আমার চরম ব্যর্থতা।
তোমাকে পাবার আশায়
দিবানিশি ভাবি শুধু তোমায়
আঁকি তোমার ছবি কল্পনায়।
এসো হে প্রিয়তমা
এসো আমার শূণ্য হৃদয়।
বিরহ জ্বালায় হৃদয় পোড়ায়
তোমাকে না পাওয়ার বেদনায়
অপেক্ষায় প্রহর গুনছি তোমার
যে প্রহর মৃত্যুর চেয়ে যন্ত্রণার
তবু আছি তোমার অপেক্ষায়।
এসো হে প্রিয়তমা
এসো আমার শূণ্য হৃদয়।।
তোমাকে পাবার আশায়
No comments:
Post a Comment