একবার দেখগো আসিয়া
তুমি ছাড়া একা একা কেমন আছে প্রিয়া
একা একা বেঁচে থাকা কি যে যাতনা
কোন দিনও তুমি তাহা বুঝতে পারবে না
কেমন করে পারলে তুমি ভুলে থাকতে আমায়
আমি আজও পারিনি তো ভুলতে তোমায়
কেমন করে ভাঙ্গলে তুমি আমার হৃদয়
আমি আজও বসে থাকি তোমারই আশায়
তুমি ছাড়া কাটেনাগো একদিনও আমার
ফিরে এসো ওগো প্রিয় হৃদয়ে আমার।।
একবার আসো
No comments:
Post a Comment