মাধবীলতা
কাল যে তোমার পরীক্ষা
জানি, তবুও ভীষণ মিস করো
ভীষণ মিস করো আমাকে
পড়ার মাঝে মন দিতে পারছো না
আমার কথা ভেবে ভেবে।।
মাধবীলতা
এমন করলে কি হবে বলো
সময়ের কাজতো সময়েই করতে হয় তাই-না
সময়তো আর বসে থাকেনা
সে ছুটে চলছে তার আপন গতিতে
তার সাথে তাল মিলিয়েই আমাদের চলতে হবে
চলতে হবে, ছুটতে হবে, সফলতা ধরা দিবে।।
মাধবীলতা
জানি, তোমার খুব কষ্ট হচ্ছে
কষ্ট হচ্ছে আমায় ছাড়া দূরে একা থাকতে
আমার কি খুব ভালো লাগছে
তুমি পাশে না থাকলে কি করো বলো ভালো থাকি
না, ভালো থাকতে পারিনা
তবুও থাকতে হয়, একা থাকি
শুধু তোমার সফলতা দেখবো বলে
তোমার জীবনের স্বার্থকতা দেখবো বলে।।
মাধবীলতা
তুমি কেন বুঝনা, কেন বুঝতে চাওনা
একটি বার ভেবে দেখো
আমার ইচ্ছাগুলো কি তোমার থেকে ভিন্ন
না মোটেই না, তোমার আমার স্বপ্নগুলো একই
হয়তো তুমি বলো আর আমি
আমি মুখ বুঝে থাকি আর মনে মনে ছবি আঁকি
ছবি আঁকি তোমার আমার স্বপ্নের নীড়ের।।
মাধবীলতা
আমিও স্বপ্ন দেখতে জানি
জানি, কি করে স্বপ্ন পূরণ করতে হয়
আমার নিজের একটা স্বপ্নের পৃথিবী আছে
আছে মাধবীলতাকে অঙ্গে জড়িয়ে রাখার ইচ্ছা
এমনই এক রাজ্যের স্বপ্নের ছবি বুকের মাঝে
যেখানে তুমি আমি দু'জনে থাকবো সুখে
থাকবো মিশে দু'জনার বাহুডোরে
ভালোবেসে দু'জন দু'জনাকে চিরতরে।।
মাধবীলতা
তুমি সফল হও
তোমার স্বপ্ন পূরণ হোক
তোমার ইচ্ছেগুলোরা ডানা মেলে উড়ে বেড়াক
এইতো আমার চাওয়া
সত্যিই এইতো আমার একান্ত চাওয়া
দূরে থাকার দিনগুলো কমে যাক
কমে যাক খুব দ্রুত
কাছে থাকবো সারা জীবন তোমার সাথে
তোমার সাথে জড়িয়ে থাকবো
বৃক্ষের সাথে লতা যেমন জড়িয়ে থাকে
মাধবীলতা, এমন করেই থাকবো।।
মাধবীলতা ০৬ -- মোঃ হেলাল উদ্দিন
No comments:
Post a Comment