Teacher, Writer & Researcher
শেষ হয় জানি
গল্প কিংবা কবিতার।
এই জীবনের ছবিটার।
সবকিছু শেষ হয়
ফুরায়ে গেলে সব আয়োজন।
থাকে শুধু স্মৃতি
জীবন পথের বাঁকে জমা যতো।
কীর্তিমানের মৃত্যু নেই
কথায় বলে লোক মুখে জনে জনে।
আসলেই তাই
গড়তে হয় এমন অন্তহীন জীবন।
অন্তহীন জীবন
-- মোঃ হেলাল উদ্দিন
No comments:
Post a Comment