তুমি আসবে বলে আমার মনের বাগানে
বসেছে হাজার রঙের ফুলের মেলা।
তুমি আসবে বলে আমার হৃদয়ে
বয়ে চলছে সমুদ্রের উত্তল ঢেউ।
তুমি আসবে বলে আমার দু'চোখ
অপেক্ষার প্রহর গুনছে বসে।
তুমি আসবে বলে রাতের আকাশে
উঠেছে জোসনাময় পূর্ণিমার চাঁদ।
তুমি আসবে বলে ফুলের বাগানে
ফুটেছে হাজার চামেলি, বেলি, গোলাপ।
তুমি আসবে বলে বসে আছি আমি
ভালোবেসে তোমায় নিতে বুকের মাঝার।
তুমি আসবে বলে
No comments:
Post a Comment