Tuesday, April 5, 2022

অধরা ভালোবাসা -- মোঃ হেলাল উদ্দিন

 ______

ভালোবাস!

সত্যিই কি অধরা?

না কি শুধুই আমার কাছেই

চির অধরা।

_________

তারে ধরতে গেলে

যায় না ধরা,

কাছে যেতেই অনেক বাধা

এই কি তবে ভালোবাসা।

_______

ভালোবাসা

সত্যিই কি থেকে যাবে

আজও অধরা।

____________

©মোঃ হেলাল উদ্দিন®

 ০৫/০৪/২০১৬

No comments:

Post a Comment