Wednesday, September 7, 2022

অনুকাব্য-০৭ -- মোঃ হেলাল উদ্দিন

 (১)

তুই চাইলে 

আমি হবো নদী, 

তোর ইচ্ছে হলেই 

ভালোবাসার জলে সাঁতার দিবি।


(২)

দূর থেকে দূরে

রবে যতো নিরবে

থাকিবে ততো মম

অন্তরে প্রেম সম।।


(৩)

জীবন তো অনন্ত নয়

ভালোবাসা কি অনন্ত

মনের মাঝে প্রশ্ন জাগে

উত্তর কেউ বলে নাতো!!


(৪)

নিশীথ রাতের শেষে

প্রভাতে আলোর বিচ্ছুরণ

মনেতে দেয় দোলা

হৃদয়ে জাগে শিহরণ

তবু হয়না বলা

হৃদয়ের জমানো কথা

এরই নামি কি তব ভালোবাসা!!

 

অনুকাব্য-০৭ -- মোঃ হেলাল উদ্দিন
 

1 comment: