Wednesday, September 7, 2022

অনুকাব্য- ০৮ -- মোঃ হেলাল উদ্দিন


(১)

কুয়াশাচ্ছন্ন শীতের এই শান্ত সকালে,

ঘুম ভেঙ্গে যায় তোমার কথা মনে পড়ে,

তুমি কি এমন মায়া ছড়ালে এই প্রাণে,

পারিনি একটু ঘুমাতে উষ্ণ কম্বল তলে।

 

(২)

কতোদিন তোমায় দেখিনা,

সেই যে চলে গেলে আর এলেনা,

কেন এমন করো ভাবতে পারিনা,

তোমায় ছাড়া সময় আর যে কাটেনা।

 

(৩)

তোমাকে ভুলে থাকতে চাই,

কিন্তু কেন ভুলতে পারি নাই,

তুমি বলোনা কানে কানে,

কেন আসো দ্বারে বারে বারে।

 

(৪)

মনে পড়ে যায় সেই দিনের কথা,

যেদিন হয়েছিল তোমার সাথে দেখা,

আজ বহুদিন পড়ে মনে হয় তারে,

এইতো সেদিন দেখা হলো তোমাতে।

 
 
____________
মোঃ হেলাল উদ্দিন
২০.১২.২০১৭

1 comment: