Wednesday, September 7, 2022

অনুকাব্য- ০৯ -- মোঃ হেলাল উদ্দিন

(১)

কতোদিন ভেবেছি তোমায়,

পাইনি তব তোমার দেখা।

হঠাৎ করেই পেয়ে যাবো,

হয়তো তাই মোর বসে থাকা।

তুমি আসবে, ভালোবাসবে,

এই ভেবে মোর পথ চাওয়া।


(২)

আজ পেয়েছি তোমায় কাছে,

বলেছি মনে মোর যে কথা আছে।

হয়তো পারনি তুমি তা বুঝিতে,

নয়তো পারিনি তোমায় বোঝাতে।

তুমি বুঝে নিবে, নাকি হবে বোঝাতে,

যে কথা আছে জমা মোর হৃদমাঝারে।


(৩)

জানি পাবো তোমায় আরো কাছে,

নয়তো হারাবো আমি চিরতরে।

তবু ভেবোনা যাবো তোমায় ভুলে,

তুমি আছো যে আমার মনের গহীনে।

------------------

২১.১২.২০১৭

1 comment: