জীবনানন্দ বলেছেন, সকলেই কবি নয়, কেউ-কেউ কবি। তবে সবাই কবি না হলেও কবিতা পড়তে কিংবা অনেকেই পছন্দ করেন। কবিতা লেখা, পড়া কিংবা শোনা যাই হোক না কেন কবি ও কবিতা সম্পর্কে জানতে 'কবিতার কী ও কেন' বইটি বেশ দরকারি।
নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা 'কবিতার কী ও কেন' নামের বইটি পাঁচটি অধ্যায়ে বিভক্ত- কবিতা কী, কবিতা কেন, কবিতা কোথায়, কবিতা কিভাবে, কঠিন কবিতা। প্রতিটি ভাগেই অত্যন্ত সহজ ও তথ্য নির্ভর করে কবিতার বিষয়গুলো আলোচনা করেছেন।
কবিতা কী এখানে বলেছেন, কবিতা হচ্ছে শব্দ, এবং শব্দই হচ্ছে কবিতা। বাক্য যখন কাব্য বলে গণ্য হতে চায়, তখন তার মধ্যে নিতান্ত শব্দার্থের অতিরিক্ত কোনও অর্থের কিংবা তাৎপর্যের আভাস থাকা চাই। শব্দগুচ্ছ কিংবা বাকের মধ্যে যখন এই আভাস থাকার নাম কবিতা। কবিতা হয় শব্দ, শব্দ হয় উপন্যাস, সুতরাং কবিতা হয় উপন্যাস।
কবিতা কী যখন পেলাম তখন কবিতা কেন এ প্রশ্নের উত্তরটাও জানা দরকার। কবিতা কেন লিখতে গিয়ে লেখক বলেছেন, উনুনে হাঁড়ি চাপিয়ে কেউ কখন কবিতা লিখতে বসেনি। তাহলে কবিতা লেখার পিছনে কিছু যুক্তিযুক্ত বিষয় জড়িত থাকে। কবিদের দৃষ্টি মূল সত্যের প্রতি নিবদ্ধ নয়, তারা প্রতিরুপ বা প্রতিচ্ছবিটিকেই শুধু দেখেন। এমন কী, সেই প্রতিচ্ছবিটিরও নির্মাতা তাঁরা নন। তাঁরা শুধু সেই প্রতিচ্ছবির প্রতিচ্ছবি রচনা করেন, প্লেটো এই সিদ্ধান্তে পৌঁছেছেন। কবি হচ্ছেন জনগণের প্রকৃত দার্শনিক। কবিচিত্তে যে অনুভূতি গভীর, ভাষায় সুন্দর রুপ নিয়ে সে আপন নিত্যতাকে প্রতিষ্ঠিত করতে চায়।
কবিতা কোথায় এখানে পাই, কবিতার ভাষা ও ভাবনা। এই দুইকে কেন্দ্র করেই কবিতা। ভাষা যেমন ভাবনাকে আশ্রয় করে বেড়ে ওঠে, তেমনি ভাবনারও একটা অবলম্বন হলো বিষয়বস্তু। তাহলে বলা যায়, ভাষা, ভাবনা এবং বিষয়বস্তু এই তিনেই কবিতা নিহিত।
কবিতা কীভাবে এই ভাগে কবিতা তৈরির বিষয় তুলে ধরেছেন বিভিন্ন কবির বিভিন্ন কবিতার উদাহরণ ব্যবহার করে। সর্বশেষ ভাগ কঠিন কবিতা। এখানে লেখক বলেছেন, কবিরা তাঁদের নিজেদেরই সঙ্গে কথা বলেন, আর আমরা, পাঠকেরা, আড়াল থেকে সেই কথাগুলো শুনে ফেলি। এই কথা বলায় কেউ কেউ কঠিন শব্দের, উপমার ব্যবহার করে থাকেন, যার অর্থ অনেক সময় পাঠকেরা সহজে বুঝতে সক্ষম হয় না। আবার কবিতার নামে অনেক সময় কেউ কেউ ভন্ডামির খেলায় যে মাতেনি তাও বলা যায় না। এভাবেই 'কবিতার কী ও কেন' বইটি লেখা হয়েছে। যা পাঠের মাধ্যমে পাঠকের
বইঃ কবিতার কী ও কেন
লেখকঃ নীরেন্দ্রনাথ চক্রবর্তী
প্রকাশকঃ ডে'জ পাবলিশিং, কলকাতা
মূল্যঃ ১০০ টাকা
08/10/2022
No comments:
Post a Comment